মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টর উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুজিবনগরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের তানজিলা ও বৃষ্টি জয়সূচক গোল করে। এদিকে একই দিন বিকালে একই মাঠে বঙ্গবন্ধু ফুটবলে সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গাংনী উপজেলার ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বুধবার টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা খেলাটি উপভোগ করেন।