ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে ইউক্রেনের পার্লামেন্ট

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে মত দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। ২০১০ সাল থেকে রাশিয়ার চাপে ইউক্রেন নিরপেক্ষ অবস্থানে থাকলেও এবার পশ্চিমা যুদ্ধ জোটে যোগ দিতে দেশটির আর কোনো বাধা থাকলো না। পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ৩০৩টি ভোট পড়ে, আর বিরোধিতা করে ভোট পড়েছে ৮টি। রাশিয়া ইউক্রেনের এ অবস্থানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো একে অ-বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে এবং এটি ঝামেলা সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ার করেছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো রাশিয়ার প্রতি বিদ্রোহীদের মদতের অভিযোগ তুলে ন্যাটোতে যোগ দেয়ার অনুমতি চেয়েছিলেন। যদিও রাশিয়া এ অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে।