খবর:(মুজিবনগরে ৯ জুয়াড়ির জেল-জরিমানা)
জুয়া খেলেই দিন কাটে তোর
কাজের মরদ তুই,
আয়রে কাছে খানিক তোকে
আদর করে থুই।
তোর আচরণ দেখলে সবাই
ঘেন্না ছড়ায় থু,
তুই নাকি খুব টাকা কামাস
ছু মন্তর ছু।
ভণ্ডামি আর করবি কতো
দিন বুঝি তোর শেষ,
জেল কামালি ধরা পড়ে
বেশ বাবাজি বেশ!
Ñআহাদ আলী মোল্লা