মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সাংসদ মুকুল রায়ের সংশ্লিষ্টতার বিষয়ে সিবিআইকে তথ্য দেবেন কারাবন্দি কুনাল ঘোষ। তিনি এক সময় দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন। মমতার দল তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুনালকে সারদা কেলেঙ্কারিতে গ্রেফতারের পর গত সোমবার আরেক দফা সিবিআই আদালতে হাজির করা হয়। এদিন আদালতের বিশেষ বিচারক অরবিন্দ মিশ্রের এজলাসে দাঁড়িয়ে কুনাল বলেন, মমতা-মুকুল সম্পর্কে আমার কাছে দুটি নির্দিষ্ট তথ্য আছে। সেটা আমি সিবিআইকে বলতে চাই। তিনি বলেন, সারদা মিডিয়ার থেকে সবচেয়ে বেশি সুবিধা যিনি নিয়েছেন, তার এক নম্বর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি নিজেকে বাঁচানোর জন্য এ রকম করে বেড়াচ্ছেন। এর আগে সারদা নিয়ে আদালতের কাছে গোপন জবানবন্দি দিতে চেয়েছিলেন তৃণমূলের সাবেক এমপি কুনাল। সেই সময় সিবিআই জানিয়েছিলো এর প্রয়োজন নেই। তবে আদালতের নির্দেশে ওই সময়েও জেলে গিয়ে কুনালের বয়ান রেকর্ড করেছিলেন তদন্তকারীরা। এবারও তারা সেটাই করবে। আগের বারের সাথে এ বারের তফাৎ একটাই এ বার কুনাল আগে থেকে বলে কয়েই সরাসরি মমতা-মুকুলের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য দিতে চলেছেন। কী তথ্য কুনাল দিতে চান তা নিয়ে এ দিন আদালতের মধ্যেই জল্পনা শুরু হয়। কুনাল এরইমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) চিঠি লিখে দাবি করেছেন, কালিম্পঙের ডেলো বাংলোতে সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন এবং অর্থলগ্নী সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিলো। চিঠিতে কুনালের অভিযোগ ছিলো, বৈঠকে সুদীপ্ত সেন বলেছিলেন, মমতাকে প্রধানমন্ত্রী করার কথা ভেবেই তিনি তার মিডিয়া ব্যবসা সাজাচ্ছেন।