দামুড়হুদা ও জীবননগরে মদ ও জন্মনিরোধক ট্যাবলেট উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার হুদাপাড়া ও কুসুমপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ ও ২ হাজার ৮২০ পিস জন্ম নিরোধক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় ১ লাখ ৬৯ হাজার ৫শ টাকা। গতকাল সোমবার ভোর ৫টা ও রোববার রাতে ওত পেতে এ মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সোমবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তের আখক্ষেতে ওত পেতে ছিলেন। এ সময় ৩ জন চোরাচালানীকে দেখে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ২ হাজার ৮২০ পিস জন্ম নিরোধক ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য ৯৪ হাজার ৫শ টাকা।

এর আগে, রোববার রাতে জীবননগর উপজেলার কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন কুসুমপুর সীমান্তে টহল দেয়ার সময় ২ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ উদ্ধার করেন। যার মূল্য ৭৫ হাজার টাকা।