দানবীর মীর শামসুজ্জোহার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

রহমান মুকুল: এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজসহ নিপ্পন-জোহা এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা দানবীর মীর শামসুজ্জোর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে স্মরণসভা, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হারদী ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, মীর শামসুল ইসলাম পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, এমএস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ হামিদুল হক, মীর শামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান, বিদ্যোৎসাহী শফিউজ্জামান খান বাবলু, দাতা সদস্য মহিনুল হক, অভিভাবক সদস্য মজিবর রহমান, মহর আলী, আলহাজ ইফতেখারুজ্জামান খান। সহকারী অধ্যাপক এসএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন কামাল হোসেন, শামসুল হুদা, আলহাজ আবুল হোসেন, আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, আসাদুজ্জামান মিল্টন, ওমর খৈয়াম মাস্টার, কামরুল ইসলাম সদু প্রমুখ।

অপরদিকে মীর শামসুল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আনোয়ার রশিদ সাগর ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক ওমর খৈয়াম, রেজাউল হক, আব্দুল ওহাব, আক্তারুজ্জামান, শহিদুল্লাহ খান, নাজনীন বেগম প্রমুখ। এ সময় বক্তাগণ এমএস জোহার স্বপ্নের নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স নির্মাণের জন্য নূরুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নূরুল ইসলাম নিজের জীবন-যৌবন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে নিরলস পরিশ্রম করে এ বিশাল বিশাল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে সারাদেশের মধ্যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। বক্তারা দানবীর জোহা সম্পর্কে বলেন, তিনি ছিলেন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তার কর্মজীবন ছিলো লন্ডন। তিনি খ্যাতি-অর্থ-যশ সবই পেয়েছিলেন। কিন্তু জন্মভূমিকে কোনোদিন ভুলতে পারেননি। জন্মভূমি অন্তপ্রাণ জোহা সাহেব এলাকাবাসীর জন্য যা করেছেন, অনেকের টাকা থাকলেও তা করতে পারেননি।

উল্লেখ্য, আলমডাঙ্গার হারদী গ্রামের সন্তান এমএস জোহা ছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন নামি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি ব্রিটেনের লন্ডন শহরের ৬৫ নিউ রোডে অবস্থিত বিশ্বনন্দিত জোহা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট অডিট ফার্মের প্রতিষ্ঠাতা। বিশ্বের ৩৪টি দেশে তার অডিট ব্যবসা ছিলো। মরহুমের নিজ গ্রাম হারদীতে এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ, এমএস জোহা কৃষি কলেজ, এমএস জোহা ফিসারিজ কলেজ ও এমএস জোহা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ তার অর্থায়নে প্রতিষ্ঠিত। এছাড়া তার ভাই মীর সামসুল ইসলামের নামে মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউট, ভোকেশনাল ইন্সটিটিউট, অপর ভাই এমএস হুদার নামে নির্মাণাধীন এমএস হুদা ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট, তার পিতার নামে মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, মায়ের নামে নার্গিস ইসলাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অকাল প্রয়াত পুত্র নিপ্পন জোহার নামে নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি জেলার বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক অনুদান দিয়েছেন। তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০০২ সালের ২২ ডিসেম্বর লন্ডনের নিজ বাসভবনে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।