মাথাভাঙ্গা মনিটর: কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রবিন্দ্র জাদেজা। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, জাদেজার বদলে দলে নেয়া হয়েছে স্পিনার আকসার প্যাটেলকে। অ্যাডিলেইডে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেন জাদেজা। তবে অ্যাডিলেইড ও ব্রিসবেনের দুই টেস্টে ছিলেন না এ অলরাউন্ডার। গত জুনে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত নয় ম্যাচ খেলে ১৪ উইকেট পেয়েছেন অকসার। মেলবোর্নের টেস্টে খেলার সুযোগ পেলে টেস্ট অভিষেকের অপেক্ষাও ফুরাবে গুজরাটের এ উঠতি স্পিনারের। আগামী শুক্রবার অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের তৃতীয় টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে। আগের দুই টেস্ট হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অতিথিরা।