স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডারগার্ড বাংলাদেশ অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান বিজিবি পদক লাভ করায় প্রেসক্লাবের পক্ষে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ৬ বিজিবির সদর দফতরে অধিনায়কের কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দিত করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক বিপুল আশরাফ, দফতর সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য রাজীব হাসান কচি, শাহ আলম সনি, মরিয়ম শেলী ফুল দিয়ে অভিনন্দন জানানোর সময় ৬ বিজিবির অধিনায়কের কর্তব্যপরায়ণতাকে প্রশংসা করেন। বলেন, সীমান্ত প্রহরায় ৬ বিজিবির দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে দীর্ঘদিনের বেদখলে থাকা জমি মুক্ত করার পদক্ষেপ সংশ্লিষ্ট সীমান্তবাসীকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বিজিবি পদক প্রদান করেন। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে লে. কর্নেল মনিরুজ্জামান পদক গ্রহণ করেন।