মেহেরপুর অফিস: গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে মানববন্ধন করেছেন গ্রামবাসী। দরিদ্র ভ্যানচালক তোয়াজ উদ্দীন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ক্ষতিপূরণ দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। গত ১৬ ডিসেম্বর স্বপরিবারে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখে ফেরার পথে হাসপাতালের সামনের সড়কে একটি ট্রাকের ধাক্কায় তোয়াজ উদ্দীন নিহত ও তার স্ত্রী এবং মেয়ে গুরুতর আহত হন। একমাত্র উর্পাজনকারী ব্যক্তিকে হারিয়ে দরিদ্র পরিবারের সদস্যরা পড়েছেন অথই সাগরে। তবে ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও ট্রাকচালক গ্রেফতার ও ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগী অসহায় পরিবারটি। মানববন্ধনে তোয়াজ উদ্দীনের দু ছেলে আলী রাজ হোসেন, রাসেল হোসেন অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন- আকতার হোসেন, জাকির হোসেন টরি, বাবুর আলী, সামসুল হক, সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা, আজিমুল হক লাভলু, রাজিব আহম্মেদ, আলী হোসেন, মামুনুর রশিদ ও সহিদুল ইসলাম প্রমুখ। ট্রাকচাপার বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে ২৪ ঘণ্টার মধ্যে চালকের গ্রেফতার দাবি করেন বক্তারা।