আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আসমানখালী ক্যাম্প পুলিশ জুয়াবিরোধী অভিযান চালিয়ে হাঁপানিয়া মেলার মাঠ থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে। গত রোববার ভোরে মেলার মাঠ থেকে জুয়া খেলা শেষে বাড়িতে ফেরার পথে আসমানখালী বাজারের নিকট থেকে জুয়ার বোর্ডসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার হাঁপানিয়া মেলার মাঠ আলমডাঙ্গা বাবুপাড়ার মৃত আব্বাস আলীর ছেলে আমজেদ আলী (৫০), চাপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের মৃত পনচু মিয়ার ছেলে রফিক (৪৫), চককৃর্তি গ্রামের রফিকুলের ছেলে বাবু আলী (৪০), একই গ্রামের মৃত অছেদ আলীর ছেলে সিরাজুল ইসলামকে রোববার ভোরে আসমানখালী ক্যাম্প ইনচার্জ খন্দকার রবিউল ইসলাম জুয়া (টিকটিকি) বোর্ডসহ আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে যান। পরে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম ও এসআই জিয়াউর রহমান তাদেরকে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের কাছে নিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে ১শ টাকা করে ৪শ টাকা জরিমানা করেন। এ সময় তারা ৪ জন জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।