চুয়াডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হাফেজ বদিউল আলমের স্বীয় পদে যোগদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ হাফেজ মো. বদিউল আলমের স্বীয় পদে যোগদান করেছেন। উচ্চ আদালত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদেশের প্রেক্ষিতে হাফেজ বদিউল আলম অধ্যক্ষ পদে পুনরায় যোগদানপত্র দাখিল করেন। এ তথ্য জানিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, মাদরাসার পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ পদে যোগদানসহ বকেয়া বেতন পরিশোধেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১০ সালের ৫ সেপ্টেম্বর মাদরাসার তৎকালীন সভাপতি হুমায়ুন কবীর এক পত্রে তাকে বরখাস্ত করেন। হাফেজ বদিউল আলম ভাইস চ্যান্সেলর ও সভাপতি, সিন্ডিকেট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর বিশ্ববিদ্যালয় আপিল বিধিমালা ১৫.১ ধারা অনুযায়ী অধ্যক্ষ পদ হতে চূড়ান্ত বরখাস্তের বিরুদ্ধে আপিল আবেদন দাখিল করেন। আইনি লড়াই শেষে হাফেজ বদিউল আলমের পক্ষেই রায় যায়।

Leave a comment