মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার আক্কাস আলীর ছেলে আব্দুল ওহাব, ক্যাশবপাড়ার আহম্মদ আলীর ছেলে মিঠু ও মল্লিকপাড়ার গোলাম হোসেনের ছেলে খোকন। মেহেরপুর সদর থানার এসআই মেজবাহ গতকাল রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল ওহাবের নিকট থেকে একশ গ্রাম গাঁজা, মিঠুর নিকট থেকে ৩ গ্রাম হেরোইন ও খোকনের নিকট থেকে দু গ্রাম হেরোইনসহ তাদের আটক করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।