স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ এলাকার একটি ধানের গোডাউনে ধানের বস্তাচাপা পড়ে দু লেবার আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু লেবারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লেবার হাটকালুগঞ্জের সেলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। অপর আহত একইপাড়ার কদর আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এলাকায় আলফা এগ্রোর একটি ধানের গোডাউনসহ চাতাল রয়েছে। এ গোডাউন থেকে ধান নিয়ে ট্রাকে তুলছিলেন একদল লেবার। গোডাউনে ধানের বস্তার স্তুপ ঢলে পড়ে দু লেবারের ওপার। দুজন আহত হন। এরা হলেন- হাটকালুগঞ্জের বানাত আলীর ছেলে কদর আলী ও সুরত আলীর ছেলে।