জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শহরের বসুতিপাড়ায় বসবাসকারী পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসার আসাবুল হকের বাড়ি থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে জীবননগর থানা পুলিশ স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি উদ্ধার করেন। এ সময় বোমার প্যাকেট থেকে চাঁদার পরিশোধের দাবিতে তাপস বাবু নামে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিরকুটে লেখা আছে দাবিকৃত চাঁদা না দিলে সন্তান অপহরণসহ বড় ধরনের ক্ষতি করা হবে।
পুলিশ জানায়, হিসাবরক্ষণ কর্মকর্তা আসাবুল হক গতকাল রোববার সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির গেটের সামনে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃস্য বস্তু দেখে পুলিশে খবর দেন। এরপর বোমা দুটি উদ্ধার করা হয়।
হিসাবরক্ষণ অফিসার আসাবুল হক জানান, বেশ কিছু দিন থেকে একটি চাঁদাবাজচক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে তার কাছে মোবাইল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। এক পর্যায়ে সোমবার রাতের কোনো এক সময় বাড়ির গেটের সামনে বোমাসহ চিরকুট রেখে যায় ওই চাঁদাবাজচক্র।