চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের সাউন্ড টেকনিসিয়ান গোলাম দরবেশ আর নেই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের সাউন্ড টেকনিসিয়ান মো. গোলাম দরবেশ (৫০) গতকাল রোববার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল রোববার বাদ জোহর চুয়াডাঙ্গা পলাশপাড়া জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি আলমডাঙ্গার ছত্রপাড়ায় বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গোলাম দরবেশ ডায়াবেটিস ও লিভার রোগে ভুগছিলেন। চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা মো. মশিউর রহমান মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারে প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।