পারকৃষ্ণপুর-মদনা ও কুড়–লগাছি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে এমপি টগরকে শুভেচ্ছা

 

দর্শনা অফিস: ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠন শুরু হয়েছে। এরই মধ্যে গঠন করা হয়েছে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ও কুড়–লগাছি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার রাত ৮টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে কুড়–লগাছি ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির, জিয়া, মামুন ও আলমগীর, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নবাব আলী, সাজিদুল আরেফিন সাজু এবং আজিজুর রহমান আলাদা আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা দেন এমপি আলী আজগার টগরকে। এ সময় এমপি টগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগের রয়েছে গৌরবময় ইতিহাস। এক সময়ের ছাত্রলীগ নেতারা এখন জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। দেশ পরিচালনায় তাদের রয়েছে অফুরন্ত অবদান। ছাত্রলীগ এমনই একটি সংগঠন যাদের বাদ দিয়ে বাংলার ইতিহাস লেখা সম্ভব নয়। দেশ ও জাতির উন্নয়নে এ সংগঠনের কোনো বিকল্প নেই। তাই ছাত্রলীগের নবনির্বাচিতদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, ইনু শাহ, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, মামুন শাহ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ প্রমুখ।

Leave a comment