দামুড়হুদায় পুলিশের ওপর বোমা হামলা মামলায় একজন আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর (৩০) নামের এক বোমাবাজ ডাকাতকে আটক করেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিএম ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সুবলপুর-কার্পাসডাঙ্গা সড়কের নুড়িতলা মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আলমগীর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীরকে সুবলপুর গুচ্ছগ্রামের সামনে পুলিশের ওপর বোমা হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহ আটক করা হয়েছে।

Leave a comment