অস্ট্রেলিয়া ও ইশান্তকে জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও ভারতের পেসার ইশান্ত শর্মাকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে ম্যাচ ফির ৬০ শতাংশ ও খেলোয়াড়দের ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর মাঠে অশোভন আচরণ করায় ভারতের ইশান্তকে ১৫ ম্যাচ ফির শতাংশ কর্তন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ব্রিসবেন টেস্টে ডেব্যু হয় স্টিভেন স্মিথের। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে দলের ৪ উইকেটের জয়ে মূখ্য ভূমিকা রাখেন তিনি। এমনকি ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন স্মিথ। তবে ম্যাচ শেষ হবার একদিন পরই স্মিথকে দুঃসংবাদ শুনতে হল। নির্ধারিত সময়ে মধ্যে বোলিং কোটা শেষ না হওয়ায় স্মিথকে ম্যাচ ফির ৬০ শতাংশ ও খেলোয়াড়দের ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া জরিমানার কবলে পড়েছেন ভারতের পেসার ইশান্তও। মাঠে খেলা চলাকালীন অশোভন আচরণ করায় ইশান্তকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ কর্তন করা হয়েছে।