স্টাফ রিপোর্টার: কৃষিখাতে ঋণের সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদহার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করে গতকাল রোববার সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখি প্রবণতা বিবেচনা করে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লি ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১৩ শতাংশের পরিবর্তে ১১ শতাংশ নির্ধারণ করা হলো। আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। ২০১১ সালে এক নির্দেশনার মাধ্যমে কয়েকটি খাত ছাড়া সুদহারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়। তখন কৃষি ও মেয়াদী শিল্প সুদহার নির্ধারণ করা হয় ১৩ শতাংশ, সব ধরনের রফতানি ঋণে ৭ শতাংশ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য তথা চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর আমদানিতে সুদহারের সর্বোচ্চ সীমা ১২ শতাংশ।