এবার ১০০ খ্রিস্টানকে ধর্মান্তরিত করলো বিশ্ব হিন্দু পরিষদ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতজুড়ে বিতর্কের মাঝেই ঘর ওয়াপাসি কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার গুজরাটের ১০০ আদিবাসী খ্রিস্টানকে ধর্মান্তরিত করা হলো। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, অতীতে ভারতের সকল মানুষই হিন্দু ছিলেন, তাদেরকে শুধুমাত্র নিজেদের পুরোনো ধর্মে ফেরত আনা হচ্ছে। অভিযোগ উঠেছে, ওই একশজন আদিবাসী খ্রিস্টানকে মোটা টাকা ও অন্যান্য সুযোগ সুবিধার লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকজন ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে যাওয়া ঠেকাতে দেশটিতে ধর্মান্তরকরণ বিরোধী আইন পাস করার জোর চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রতিক্রিয়ায় বলেছেন, ধর্মান্তরকরণ বিরোধী আইনে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গদল ঠিক একই কাজ করছে।

Leave a comment