স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষকদলের সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, ২৪ অক্টোবরের পর হাসিনা সরকারের সকল জারিজুরি শেষ হয়ে যাবে। শেখ হাসিনা সরকার বিশ্ব দুর্নীতিবাজ। এরা দেশের মানুষের সর্বনাশ করছে।
তিনি বলেছেন, পদ্মা সেতু, বিদ্যুত, হলমার্ক, শেয়ার বাজারসহ এত বড় বড় দুর্নীতি এরা করছে যা এক কথায় বিশ্ব রেকর্ড। এক সোনালী ব্যাংকের ক্ষতিপূরণ হতেই ৩০৯ বছর সময় লাগবে। সরকার এখন সকল অপকর্মের পৃষ্ঠপোষকতা করছে। তাই বর্তমান সরকারের সর্বগ্রাসী দুর্নীতি প্রতিরোধ, গুম, অপহরণ, গণহত্যাসহ সরকারি সন্ত্রাস বন্ধ, বিপন্ন জনগণকে রক্ষা এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে খুলনা মহাসমাবেশ সফল করার জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীকে আহ্বান জানান জনাব দুদু। তিনি গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা, সকল থানা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এম. জেনারেল ইসলাম। উপস্থিত ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আসম আব্দুর রউফ, এসকে সাদী, আবু জাফর সিদ্দিক, অ্যাড. শামিম রেজা ডালিম, আবু জাফর মন্টু, শহিদুল ইসলাম রতন, মজিবুল হক মালিক মজু, রবিউল ইসলাম লিটন, শেখ সাইফুল ইসলাম, ইশরাফ হোসেন, আজিজুর রহমান পিন্টু, আ. জব্বার, জহুরুল ইসলাম, নাসির উদ্দিন শান্তি, মহিদুল ইসলাম, হাবিবুর রহমান বুলেট, যুবদলের মোকাররম হোসেন, মখলেসুজ্জামান মোখলেস, আশরাফ বিশ্বাস মিল্টু, আরিফুজ্জামান পিন্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আতিয়ার রহমান লিটন, আক্তারুজ্জামান আক্তার, ছাত্রদলের এম.এ তালহা, মঞ্জুরুল জাহিদ, সুজন মালিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুশীল কুমার ও স্বাধীন অধিকারীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।–প্রেসবিজ্ঞপ্তি।