চট্টগ্রামের সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী ‘এস আলম’ বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে ৫জন ঘটনাস্থলে নিহত হয়। এক জনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া সেখানে তার মৃত্যু হয়। গতকাল শনিবার বিকেল ৬টার দিকে সাতকানিয়ার পাঠানিয়া ও আমবার মারদরগার মাঝামাঝি কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী ‘এসআলম’ বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে অপরদিক সিএনজি চালিত অটোরিকশা দোহাজারি থেকে যাওয়ার সময়  মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালক পালিয়ে গেলে বাসটিকে আটক করা হয়।

Leave a comment