বঙ্গবন্ধুকে কটূক্তি করায় দর্শনা ও মেহেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা, দামুড়হুদা উপজেলা, ছাত্রলীগ, দর্শনা পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

20141220_115121

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাবেশ উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের রিংকু, সাংগঠনিক সম্পাদক মিঠু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি ববি, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, প্রচার সম্পাদক জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা বাপ্পা, লোমান, প্রভাত, প্রকাশ, রায়হান, তুহিন, মনি, সাব্দার, সাগর, আল আমিন, অপু, লাল্টু, আলমগীর, করিম, শাহিন, রানা, সজল, ফারুক, মামুন, রমজান, শিরিন প্রমুখ।

বক্তারা বলেন, কুলাংঙ্গার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দৃষ্ট্রান্ত মূলক শাস্তি ও তার ফাঁসি দাবি করে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে খারাপ কথা ও কটূক্তি করে তারা দেশ ও জাতির শত্রু। ছাত্রলীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমাবেশে তারেক জিয়ার কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে বিভিন্ন প্রতিবাদ মূলক স্লোগান দিতে থাকে। সেই সাথে শেখ হাসিনা যে আন্দোলনের ডাক দেবে সেই আন্দোলন সংগ্রাম করার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।

মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার বিকেলে শহরের হোটেলবাজার মোড় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারেক জিয়ার কুশপত্তলিকা দাহ করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর ছাত্রলীগের সভাপতি মাফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সাধরণ সম্পাদক কুদরত-ই-খোদা রুবেলসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, পিরোজপুর ইউনিয়নের বারাদী ছাত্রলীগের আয়োজনে তারেক জিয়ার বিভিন্ন সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় তার প্রতি ক্ষোভ জানিয়ে গত শুক্রবার বিকেলে বারাদী বাজারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর উছ সাফা প্লাবনের নেতৃত্বে মিছিলটি মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে বারাদী বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজাকার বলায় বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সমালোচনা করে বক্তব্য রাখেন প্লাবনসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, যুবলীগের সভাপতি ছোট খোকন, সাধারণ সম্পাদক রবিন, সাংগঠনিক সম্পাদক রিপন, ছাত্র নেতা লাল্টু, রবিন, মোমিন, আল মামুন ও রানা আহাম্মদ।

Leave a comment