মাথাভাঙ্গা মনিটর: চীনে বিষাক্ত ভিমরুলের দংশনে গত জুলাই থেকে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শানঝি প্রদেশের আংকাং এলাকায় ভেস্পা মান্দারিনিয়া নামের বিশেষ প্রজাতির ভিমরুল এখন পর্যন্ত ৫৮৩ জনকে দংশন করেছে। এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তায় ধানচাষ করার সময় চেন চাংলিন নামে এক ব্যক্তিকে দংশন করে এই বিশেষ প্রজাতির ভিমরুল। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চাংলিন সংবাদমাধ্যমকে জানান, ভিমরুল আক্রমণের পর আমি দৌঁড়াতে শুরু করি এবং কেউ সাহায্য করার জন্য চিৎকার করতে থাকি। কিন্তু ভিমরুলটিও আমাকে দুশ মিটার পর্যন্ত ধাওয়া করে এবং তিন বার দংশন করে।