৫ শ্রমিককে অপহরণ করে গাছের সাথে বেঁধে মারপিট

দামুড়হুদা কার্পাসডাঙ্গা এমআর ইটভাটায় চাঁদাবাজচক্রের হানা

 

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় এমআর ইটভাটায় চাঁদবাজচক্র চাঁদার দাবিতে তাণ্ডব চালিয়েছে। চাঁদাবাজরা ইটভাটায় কর্মরত ৫ শ্রমিককে অপহরণ করে ভাটা থেকে ৩ কি.মি. দূরে চন্দ্রবাস তেঁতুলতলা নামক নির্জন স্থানের একটি আমবাগানে নিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করে। তাদেরকে গাছের সাথে বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায় চাঁদাবাজচক্রের সদস্যরা।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কের গোরস্তান মোড়ে এমআর ইটভাটা মালিক মতিয়ার রহমানের কাছে বেশ কয়েকদিন ধরে তার মোবাইলফোনে ০১৮৬০০৩৯৬০১ নম্বর থেকে দু লাখ টাকা চাঁদা দাবি করে আসছে চাঁদাবাজচক্র। চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৪/১৫ জনের সশস্ত্র একটি চাঁদাবাজচক্র হানা দেয় এমআর ইট ভাটায়। ভাটামালিককে না পেয়ে কর্মরত শ্রমিক কার্পাসডাঙ্গা মিশনপাড়ার অসিত মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল, কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের জুলমত আলীর ছেলে শাহীন, ওসমানপুর গ্রামের জাফর আলীর ছেলে জার্মান, শুকুর আলীর ছেলে রফিকুল ইসলাম ও ধান্যঘরা গ্রামের ইসলাম আলীর ছেলে আ. মোমিনকে ধরে নিয়ে যায় চন্দ্রবাস তেঁতুলতলার একটি নির্জন আমবাগানে। সেখানে ৫ শ্রমিককে গাছের সাথে বেঁধে মারপিট করে চাঁদাবাজরা। আহত অবস্থায় তাদেরকে ফেলে চলে যায় চাঁদাবাজরা। পরে আহত শ্রমিকদের চিৎকারে জনগণ তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান।

ইটভাটা মালিক মতিয়ার রহমান জানান, বেশ কয়েক দিন ধরে অজ্ঞাত স্থান থেকে মোবাইলফোনে দু লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। চাঁদা না দেয়ায় তারা এ তাণ্ডব ঘটিয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, যতোই দিন যাচ্ছে ততোই বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা। এখনই চাঁদাবাজচক্রকে দমন করা না হলে এলাকার মানুষকে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে এলাকার চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a comment