ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি আয়োজিত এনপিএল ক্রিকেট লিগে গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় টসে জিতে চুয়াডাঙ্গা রয়েলস দর্শনা ডেয়ার ডেভিল্সকে ব্যাটিঙের আমন্ত্রণ জানায়। ডেয়ার ডেভিল্স ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে।
জবাবে চুয়াডাঙ্গা রয়েলস ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ইয়াছির সর্বোচ্চ ৪৬ রান ও ২ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচসহ বেস্ট স্কোরারের পুরস্কার জিতে নেন। সর্বোচ্চ উইকেট সংগ্রহ ও বিগ সিক্সের পুরস্কার জিতে নেয় একই দলের সায়েম। চুয়াডাঙ্গা রয়েলস লিগ পর্বের খেলায় ৪ ম্যাচের ৪টিতেই জয়লাভ করে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ম্যাচ শেষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন ৭১ টিভির এমএ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক সরোয়ার হোসেন মধু ও যুগ্ম সম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার।
দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন জীবননগর ৫ রানে রয়েলস চ্যালেঞ্জার নাগদহকে পরাজিত করে। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও বিগ সিক্সের পুরস্কার জিতে নেয় জীবননগরের সাকিব। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে রোমিও ও বেস্ট স্কোরার হিসেবে পুরস্কার জিতে নেয় সৈকত। কিংস ইলেভেন জীবননগর টিমের মালিক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান এমআর বাবু ও সালাউদ্দিন কাজল। এ ম্যাচে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন এনপিএল ক্রিকেট লিগের মিডিয়া পার্টনার চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক বাংলাভিশন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সরদার আল আমিন ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।