মাথাভাঙ্গা মনিটর: ইরাকে পৃথক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। গত মঙ্গলবার গাড়ি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ ইরাকের আমারা শহরে। বাগদাদের ৩০০ কি.মি. দক্ষিণে আমারা শহরের বাণিজ্যিক এলাকায় ১০ মিনিটের ব্যবধানে পরপর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়। আহত হয় আরও ৪২ জন। স্থানীয় এক বাসিন্দা বলেন, বিস্ফোরণটি অনেক শক্তিশালী ছিলো। এ কারণে পার্কিং লট ও গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি বিস্ফোরণ ঘটে এবং মানুষ খুব দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এটা আসলে প্রমাণ করে যে, তারা আগের বিস্ফোরণগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি। অন্য একটি হামলায় ইসকানাদারিয়া শহরে একটি পার্কিং লটে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। গাড়ি বোমা বিস্ফোরণের তৃতীয় ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণে নাসিরিয়া শহরে একটি পাওয়ার প্লান্টে। এ বিস্ফোরণে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়। তিন জন চিকিৎসা কর্মকর্তা নিহত ও হতাহতদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিন কর্মকর্তাই নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ছয় মাসে ইরাকজুড়ে সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।