শিক্ষা মনকে করে আলোকিত আর খেলাধুলা শরীরকে করে সজীব ও সতেজ

চুয়াডাঙ্গানেহালপুর স্কুলমাঠের ফুটবলের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য আলী আজগার টগর

 

বেগমপুর প্রতিনিধি: সুস্থ দেহ সুস্থ মনের আঁধার। দেহ সুস্থ না থাকলে মনুষ সুস্থ থাকতে পারে না। শিক্ষা মানুষকে করে তোলে সচেতন, মনকে করে আলোকিত। খেলাধুলাও শিক্ষার একটি গুরুত্বরপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত। কারণ খেলাধুলার মাধ্যমে মানুষ শরীরচর্চা ও বুদ্ধিবৃত্তির সমন্বয় সাধন করে মেধা বিকাশের পথ সুগম করে। খেলাধুলা দেহকে সতেজ, সচল ও কর্মঠ করে। যা শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীর অত্যন্ত প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষা হজম করার জন্য খেলাধুলার প্রয়োজন অপরিসীম। তাই জ্ঞানচর্চার সাথে সাথে খেলাধুলা চর্চা করা একান্ত প্রয়োজন। বিশেষ করে ফুটবল ও ক্রিকেট খেলা করে একজন মানুষ নিজেকে আলোকিত করার পাশাপাশি দেশকেও আলোকিত করতে ভূমিকা রাখে। তাই ছাত্রজীবনকে পরিপূর্ণ করে তুলতে হলে লেখাপড়ার পাশে শরীরচর্চা করতে হবে। আর এটা অতি সহজেই করা যায় নিয়মিত খেলাধুলা করার মধ্যদিয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর মিতালী যুবসঙ্ঘের আয়োজনে নেহাপুর স্কুলমাঠের ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এ কথা বলেন।

ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, মেধাবী ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে। তাই প্রতিটি গ্রামে গ্রামে অন্তত খেলাধুলা করার জন্য কিছু জায়গা রাখা প্রয়োজন। যেখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শরীরচর্চা করতে পারে। যারা এ আয়োজন করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল। ফুটবলের ফাইনাল খেলায় হিজলগাড়ী ইয়াংস্টার ক্লাব ২-০ গোলে দর্শনা বয়েজ ক্লাবকে পরাজিত করে এক শ্বাসরুদ্ধকর বিজয় ছিনিয়ে নেয়। খেলাটি পরিচালনা করেন ঝিনাইদহ থেকে আগত রেফারি রবিউল ইসলাম, সহকারী হিসেবে ছিলেন শেখ মো. বেলাল হুসাইন ও জামাল হোসেন। খেলা শেষে প্রধান অতিথি আলী আজগার টগর দল দুটির হাতে পূর্বঘোষিত পুরস্কার তুলে দেন।

এ সময় প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। যেখান থেকে অনেক মেধাবী এবং প্রতিভার সন্ধান মিলেছে। যারা একদিন দেশের নেতৃত্ব দেবে খেলার মাধ্যমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব ফয়জুর রহমান, আসাবুল হক মাসুদ, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, আ.লীগ নেতা মিজানুর রহমান টিপু, আলী মুনছুর বাবু, আব্বাস আলী, মহিউদ্দিন মহি, মীর মফিজ উদ্দিন, ফজলু মিয়া, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উদ্দিন সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, আব্দুল্লা, শাহীন আহম্মেদ, আসলাম আলী তোতা, আব্দুল হান্নান ছোট, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, পারভেজ, অপু, লোমান ইউপি সদস্য আবুসালেহ, জিল্লুর রহমান, কায়েস উদ্দিন, আলী কদর প্রমুখ। খেলার ধারভাষ্য এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুল ইসলাম ও ডা. ইরফান আলী লাল্টু।

Leave a comment