দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সীমান্তের ৮০ নং মেন পিলারের নিকট অনুষ্ঠিত এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার সুরেশ কুমার। পতাকা বৈঠক শেষে ভারতীয় নাগরিক কর্তৃক মেন পিলার ৮০/৪৫- টির নিকট শূন্যরেখায় নির্মিত পাম্প হাউজটি চালু করার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যৌথ পরিদর্শন করা হয়। বর্ণিত পাম্প হাউজটি বাংলাদেশের ভুখণ্ডে অবস্থিত হওয়ায় ওই পাম্প হাউসটি চালু করা যাবে না এবং বিষয়টি নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে বলেই জানানো হয়েছে। এছাড়া উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক রক্ষা, ভারত থেকে কোনো প্রকার মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার রোধে করণীয় বিষয়ক আলোচনা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ।
দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক
