চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন : চিকিৎসা পেলেন ২২৫ জন রোগী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসায় গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে প্রথম দিনের চক্ষু শিবিরের আয়োজন হয়েছে। সকাল ১০টায় ওই চক্ষু শিবিরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। চিকিৎসা প্রদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেন খুলনা বিএনএসবি হাসপাতালের পরিচালক চুয়াডাঙ্গার কৃতীসন্তান ডা. বাহাউদ্দিন মালিক। উদ্বোধনী অনুষ্ঠানে আ. মতিন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, মাদরাসার অধ্যক্ষ হাফেজ বদিউল আলম, সাংবাদিক বিপুল আশরাফ, আতিয়ার রহমান, মাদরাসার সাবেক সভাপতি হুমায়ুন কবীর মালিকসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ। দিনব্যাপি আয়োজিত চক্ষু শিবিরে চিকিৎসা পেলেন ২২৫ জন চক্ষুরোগী। এর মধ্যে ৪৭ জন রোগীকে খুলনার বিএনএসবি হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদানের জন্য গতকালই হাসপাতালের নিজেস্ব বাসযোগে নিয়ে যাওয়া হয়। তাদেরকে চিকিৎসা শেষে আবারো চুয়াডাঙ্গায় ফিরিয়ে দিয়ে হবে বলে জানায় বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a comment