স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হাঁপানিয়ায় শুরু হয়েছে যাত্রাপালার নামে নগ্ননৃত্যের আসর। গতরাত থেকে যাত্রাপালার পাশাপাশি চলছে টিকটিকিসহ হরেক নামের জুয়ো। স্থানীয়রা এ অভিযোগ করে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, গ্রামের মাঠপাড়ায় মহোৎসবের সাথে চলছে অশ্লীলতা। এতে ভিড় জমাচ্ছে উঠতি বয়সী যুবক। তারা বিপথগামী হচ্ছে। জুয়োয় পড়ে সর্বশান্ত হচ্ছে অনেকে। এদিকে চুয়াডাঙ্গার মোমিনপুরেও শুরু হয়েছে মেলার নামে রকমারি আয়োজন। প্রভাবশালীদের কয়েকজন এ আয়োজন করায় স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগ অনেকের।