মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ আটক এক

 

গাংনী প্রতিনিধি: র‌্যাব-৬ গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া বাজার এলাকা থেকে ১ কেজি ২শ গ্রাম গাঁজা ও কয়েকটি গাঁজার গাছসহ আয়ুব আলী ফকির (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। আয়ুব আলী ফকির কুষ্টিয়ার বোয়ালিয়ার সৈয়দ আলীর ছেলে।

র‌্যাবসূত্রে জানা গেছে, গাংনীর সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে আয়ুব আলী কুষ্টিয়ার উদ্দেশে যাওয়ার জন্য বেতবাড়িয়া বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে গাঁজাসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের ওই দলটি আয়ুব আলীর বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গতকালই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়। সে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

Leave a comment