বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভা গতকাল চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। সভায় ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলনের বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোকেশনাল শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টিটু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আইডিবি সভাপতি রেজা হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক, ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হরুন অর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আবু তালেব। চুয়াডাঙ্গা সদর উপজেলাসহ ৩ উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভাটি উপস্থাপন করেন সমিতির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি শামীম উদ্দীন। সভায় ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণের জোর দাবি জানানোর পাশাপাশি আন্দোলন জোরদার করার বিষয়ে আলোচনা করা হয। নবম ভোকেশনাল কোর্সে শিক্ষার্থীদের ভর্তিকরণে জেএসসি পাস শিক্ষার্থীদের কোটা নির্ধারণ করতে হবে। এছাড়াও আলোচনাসভায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড শিক্ষক রাশেদুল ইসলামকে গ্রেফতারে তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে জোর দাবি জানিয়ে বলা হয়, প্রকৃত আসামিদের আড়াল করতেই শিক্ষক রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা না হলে ভোকেশনাল শিক্ষক সমিতি গণআন্দোলন গড়ে তুলবে।