চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইয়াবা বিক্রেতার সংখ্যা বেড়েছে। বেড়েছে ইয়াবা সেবীর সংখ্যাও। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফারুক হোসেন নামের এক ইয়াবা বিক্রেতাকে ডিবি পুলিশ আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতের মুখ দিয়েই বেরিয়ে এসেছে চুয়াডাঙ্গায় ইয়াবা সেবীর সংখ্যা বৃদ্ধির খবর।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩০) গতকাল বৃহস্পতিবার বিকেলে মহিলা কলেজের সামনে ফেনসিডিল ও ইয়াবা ফেরি করে বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই খালিদ, এএসআই জগদীশ, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফারুক হোসেনকে আটক করে। আটকের সময় তার নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, গতকালই মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
চুয়াডাঙ্গার একাধিকসূত্র বলেছে, বেশ কিছুদিন ধরে মারণ নেশা ইয়াবা চুয়াডাঙ্গার চিহ্নিত কিছু মাদকবিক্রেতা বিভিন্ন স্থান থেকে পাচার করে আনছে। কিছু পাচারকারী রয়েছে তারা চুয়াডাঙ্গার মাদক বিক্রেতাদের মাঝে সরবরাহও করে থাকে। এরই মাঝে ফারুক হোসেন ইয়াবা ও ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়লো। অনেকেরই মন্তব্য, ইয়াবাসহ ধরাপড়া ফারুককে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবাসরবরাহকারীদর মুখোশ উন্মোচন হবে।