স্কাউটিং ভ্রাতৃত্ববোধ মাদকমুক্ত সুশৃঙ্খল জাতি গঠনের শিক্ষা দেয়
ডিঙ্গেদহ প্রতিনিধি: দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগামী উঠতি বয়সের ছেলেরা মাদক ও অসামাজিক কাজের দিকে ঝুঁকে পড়ছে। অভিভাবকেরা তাদের মুরগি সন্ধ্যায় বাড়ি না ফিরলে হ্যারিকেন জ্বালিয়ে খুঁজে বেড়ান। কিন্তু তাদের ছেলেমেয়েরা সন্ধ্যায় বাড়ি না ফিরলেও কোনো খোঁজ রাখেন না। এ সুযোগে তারা মাদকসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। যখন বুঝতে পারে তাদের সন্তান খারাপ পথে চলে গিয়েছে তখন আর কিছুই করার থাকে না। সে একে একে ধ্বংস করে পরিবার, সমাজ ও দেশ। স্কাউটিং মাদকমুক্ত দেশ, সুশৃঙ্খল জাতি গঠনের শিক্ষা দেয়। যারা স্কাউটস তারাই আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রতিটি বিদ্যালয়ে স্কাউটিঙের মাধ্যমে এ ধরনের শিক্ষা পেয়ে থাকে। এজন্য স্কাউটিঙের এ শিক্ষা স্কুল-কলেজসহ সকল উঠতি বয়সের সকল ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য অভিবাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ৪ দিনব্যাপি ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন এ কথা বলেন। সদর উপজেলা স্কাউটস কমিশনার শাহানাজ ফারুকের উপস্থাপনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল হোসেন বিশ্বাস। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন লিডার ট্রেইনার জেলা স্কাউট কমিশনার রেজাউল হক। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শান্তি ও সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং।’