চুয়াডাঙ্গা রেলওয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন চুয়াডাঙ্গা রেলওয়ের ৫ জন কর্মকর্তা-কর্মচারী। ১৯৭০ সাল থেকে ২০১৪ সাল সেবা দিয়েছেন সাধারণ মানুষের। টানা কর্মজীবনে সেই স্মৃতি বিজরিত দিনের কথা স্মরণ করিয়েই আমন্ত্রিত অতিথিদেরকে অনেকটা কাঁদিয়ে বিদায় সংবর্ধনা নিলেন রেলওয়ের ৫ কর্মকর্তা-কর্মচারী। এরা হলেন- মুনসুর আলী, আমজাদ হোসেন, দুলাল হোসেন, রেজাউল হক ও কাজী মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা রেলওয়ের সিগন্যাল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই ৫ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ রেলওয়ের পাকশি অঞ্চলের সহকারী প্রকৌশলী (সঙ্কেত) আহমেদ ইসতিয়াক জহুর। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা রেলওয়ের সহকারী প্রকৌশলী জমির উদ্দীন খাঁন। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন- চুয়াডাঙ্গা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোতাহার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান।

Leave a comment