এনপিএল ক্রিকেট লিগে ফ্রিডম ফাইটার আটকবরের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগের খেলায় আলমডাঙ্গা নাইট রাইর্ডাসকে ১৮ রানে হারিয়ে ফাইনালে একধাপ এগিয়ে গেল ফ্রিডম ফাইটার আটকবর। গতকাল বৃহপ্রতিবার চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে টসে জিতে ফ্রিডম ফাইটার আটকবর প্রথমে ব্যাটিং করে ১০৮ রান সংগ্রহ করে। ফ্রিডম ফাইটার দলের পক্ষে সনি সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করে। উল্লেখ্য ফ্রিডম ফাইটার দলের মালিক চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ দশম জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়ার্দ্দার ছেলুন। হুইপের পক্ষে টিমটি নিলামে ক্রয় করেছিলো নাতি অতুল জোয়ার্দ্দার। অতুল জোয়ার্দ্দার ফ্রিডম ফাইটার দলের সহঅধিনায়ক। তবে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস দলের অধিনায়ক রাসেল হ্যাটট্রিকসহ ৫ উইকেট ও ১৮ রান সংগ্রহ করার সুবাদে ম্যান দ্য ম্যাচ ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর পুরস্কার লাভ করে। একই দলের মহিদুল্লাহ ৩২ রান ও দর্শনীয় বিগ সিক্স হাকিয়ে পুরস্কার জিতে নেয়। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান চুয়াডাঙ্গা ওয়াল্টন এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও সাবেক ক্রিকেটার পিন্টু কুমার আগরওয়ালা। খেলাটি পরিচালনা করেন শরিফ জোয়ার্দ্দার, মেহেদী হাসান, সজল সরকার ও সায়েম মুরশিদ।

Leave a comment