দর্শনা অফিস: দর্শনা মেমনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জুনিয়র রামাযুসের আয়োজনে মেমনগর স্কুলমাঠে উদ্বোধনী খেলায় সুপার কিংস একাদশকে ৩০ রানে হারিয়ে ইশির বিতান একাদশের জয়লাভ। খেলাটি পরিচালনা করেন রমিজ, নাপা ও আলীফ। টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন হাসান মাস্টার, বুলবুল, আবু বক্কর প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন হৃদয়, টিটন, নয়ন, রমিজ, জাকির প্রমুখ।