স্টাফ রিপোর্টার: পাল বংশের মেয়ে অজান্তা বিশ্বাস ইসলামধর্ম গ্রহণ করেছেন। মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের শ্রী অধীর কুমার বিশ্বাসের মেয়ে অজান্তা বিশ্বাস (১৮) গত ১১ ডিসেম্বর মেহেরপুর আদালতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি নিজেই তার নাম রেখেছেন মোছা. সীমা খাতুন। পরদিন ১২ ডিসেম্বর একই ইউনিয়ন ষোলটাকার ভোলাডাঙ্গা গ্রামের ইয়াছিন মোল্লার ছোট ছেলে মুহা. পারভেজ রহমানের সাথে জুগিরগোফা কাজী অফিসে ৫০ হাজার টাকা নগদ দেনমোহর ধার্যে সীমার বিয়ে হয়। সীমা খাতুন জানান, আমি ছোট বেলা হতে মুসলমানদের সাথে চলাফেরা করার কারণে ইসলাম ধর্মের আদর্শ আমাকে মুগ্ধ করে। তাই ইসলাম গ্রহণ করেছি। আমাদের দুজনে সংসার ও দাম্পত্য জীবন যেন সুখের হয় এ জন্য মহান আল্লাহর দরবারে সকল মুসলমান ভাই-বোনদের কাছে দোয়া চাই।