শ্রমজীবি নারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে শ্রমজীবী নারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রিসো’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম হায়দার, পদ্মবিলা ইউপি সদস্য খালেদা বেগম, মোমিনপুর ইউপির সাবেক সদস্য আব্দুল হান্নান, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চাষি ফেডারেশনের সভাপতি হাজেরা বেগম গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইকরামুল হক ও মোহা. তালেবুর রহমান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শ্রমজীবী নারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a comment