চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রিজের কাছে আখ ও ভুট্টাক্ষেত কেটে তছরুপের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার শফিকুর রহমানের চার বিঘা জমির আখ ও ভুট্টাক্ষেত কেটে তছরুপ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর বিকেলে ইসলামপাড়ার আহাদুল গং এই ক্ষেত বিনষ্ট করে। বাধা দিতে গেলে মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, মাঝেরপাড়ার জোনারুল ইসলামের ছেলে শফিকুর রহমান চুয়াডাঙ্গা শহরের অদূরবর্তী ঘোড়ামারা ব্রিজের কাছে চার বিঘা জমি লিজ নিয়ে ভুট্টা ও আখের আবাদ করেছেন। গত ১৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ইসলামপাড়ার মৃত নুরালের ছেলে আহাদুল, গোলামের ছেলে মহির উদ্দিন, সারজেতের ছেলে মন্টু এবং মন্টুর ছেলে রিপন ও লিপটন আখ ও ভুট্টাক্ষেত কেটে প্রায় ৮০ হাজার টাকার তছরুপ করে। এ সময় শফিকুর ও তার পিতা জোনারুল বাধা দিতে গেলে তাদের মারধর করে এবং ২৭ হাজার ৩২০ টাকা ও ১০ হাজার টাকা মূল্যের একটি বাইসাইকেল নিয়ে যায়। এ ব্যাপারে গত ১৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a comment