খবর:(স্বেচ্ছায় পদত্যাগকারী কাবিলনগর মাদরাসার অধ্যক্ষকে পুনরায় নিয়োগ দেয়ার পাঁয়তারা)
ম্যানেজ বাবু ম্যানেজ হলেন টাকায়
হম্বি তম্বি দেখান শুধু ফাঁকায়
টাকার তাড়া নাকের কাছে শোঁকেন
মাঝে মাঝে চুরুট নিয়ে ফোকেন।
ম্যানেজ বাবু নথি কাগজ ঘাটেন
পয়সা পেলে দুই পা নিয়ে চাটেন
আগের কথা এক নিমিষেই ভোলেন
খেয়ে খেয়ে আচ্ছা ফোলা ফোলেন।
ম্যানেজ বাবু বুদ্ধি খুলে হাসেন
রাত দুপুরে খুশির ভেলায় ভাসেন
নানান রকম কূটকৌশল ধরেন
ঘুঘু হয়ে পরের ভিটেয় চরেন।
-আহাদ আলী মোল্লা