চুয়াডাঙ্গায় আজ শুরু হচ্ছে কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষা : কাল সমাপনী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। আগামীকাল এ পরীক্ষা শেষ হবে। এবার চুয়াডাঙ্গায় ৪৭টি কিন্ডার গার্টেনের এক হাজার ২৩০ জন শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। চুয়াডাঙ্গার প্রদীপন বিদ্যাপীঠ ও ঝিনুক বিদ্যাপীঠে আজ সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনার রশীদ দৈনিক মাথাভাঙ্গাকে জানান, তাদের অ্যাসোসিয়েশনের আওতায় জেলার ৩১ টি স্কুলের ৮৪০ জন ছাত্র-ছাত্রী এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ সকাল ১০টায় প্রদীপন বিদ্যাপীঠ কেন্দ্রে অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর শনিবার সকাল ১০টায় বাংলা ও বেলা ২টায় ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যান্ড প্রিক্যাডেট ফাউন্ডেশনের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬টি স্কুলের ৩৯৪ জন পরীক্ষার্থী। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন জানান, আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক বিদ্যাপীঠে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে সকালে বাংলা ও বেলা ২টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল শনিবার সকালে অঙ্ক ও বিকেলে অনুষ্ঠিত হবে পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞান পরীক্ষা।