দামুড়হুদায় সন্দেহজনক তিন ডাকাত গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত তিন ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই জিএম ইমদাদুল হক ও এএসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কার্পাসডাঙ্গা ও দর্শনা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামি দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের মৃত দোলাল মণ্ডলের ছেলে মফিজুল ইসলাম ওরফে মফে (৪৮), দর্শনা শান্তিপাড়ার জামাল বিহারীর ছেলে ভণ্ডুল (৫০) ও চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর গ্রামের নজরুল ওরফে নজু কানার ছেলে রানাকে (৩৫) গ্রেফতার করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনই এলাকায় ডাকাতি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন স্থানে ডাকাতসিহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আটক রানা ইতঃপূর্বে এলাকার নিহত সন্ত্রাসী মেকুর কাশেমের সাথে থেকে বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজিসহ চাঁদার টাকা কালেকশন করতো। এছাড়া সে হিজলগাড়ির একটি ডাকাতি মামলারও পলাতক আসামি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এবং তাদের সহযোগীদের নামও প্রকাশ করেছে। সঙ্ঘবদ্ধ ওই ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment