ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস-লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে রোমেলা-মফিজ উদ্দীন ট্রাস্টের অর্থ বিতরণ করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর দাতা সদস্য হারুন অর রশিদ উপস্থিত থেকে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরধারীর মধ্যে যথাক্রমে ২০০, ১৫০ ও ১০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস ও প্রধান শিক্ষক শিউলী খাতুন।