আলমডাঙ্গার হোসেনপুর গাছ থেকে পড়ে কৃষক গুরুতর আহত

 

স্টাফ রিপোর্টার: গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন আলমডাঙ্গা হোসেনপুরের কৃষক আব্দুল গাফফার। ইপিলিপিল গাছের ডাল কাটতে গিয়ে তিনি নিচে পড়ে যান। আহত আব্দুল গাফফারকে রাজশাহী রেফার করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের আবু হোসেন মোল্লার ছেলে কৃষক আব্দুল গাফফার (৩৫) গতকাল বুধবার দুপুরে গাছ থেকে পড়ে যান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Leave a comment