সাকিবকে রেখে দিলো কোলকাতা

স্টাফ রিপোর্টার: আইপিএলে সাকিব আল হাসানের অভিষেক ২০১১ মরসুমে। অভিষেকের পরই বাংলাদেশ অলরাউন্ডারের ধীরে ধীরে উন্নতি। ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। দলের দুবার শিরোপা জেতার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাকিবকে এবারও ধরে রেখেছে আইপিএল ফ্রাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৫ ডিসেম্বর শেষ হয়েছে খেলোয়াড়দের চুক্তি বাতিল ও বর্ধিত করার তারিখ। গত মরসুমের ১২৩ খেলোয়াড় (৭৯ ভারতীয়, ৪৪ বিদেশি) থেকে গিয়েছেন নিজ নিজ দলে। কোলকাতা ছেড়ে দিয়েছে দেবব্রত দাস, সায়ান মণ্ডল ও জ্যাক ক্যালিসকে। ক্যালিসের ঘটনা অবশ্য ভিন্ন। কদিন আগে প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডারকে দলের ‘মেন্টর ও ব্যাটিং পরামর্শক’ হিসেবে নিয়োগ দিয়েছে কেকেআর।

আগের মরসুমগুলোয় সাকিবের যে পারফরম্যান্স, তাতে তাকে ছাড়ার কথা নয় কোলকাতার। ২০১১ সালে ৭ ম্যাচে ব্যাট হাতে ২৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। ২০১২ সালে কোলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে ওভার প্রতি ৬.৫০ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। আর ব্যাট হাতেও খেলেছিলেন বেশ কয়েকটি সময়োচিত ইনিংস। রান করেছিলেন ৯১। তবে গত আসরে সাকিব ছিলেন আরও পরিণত, আরও উজ্জ্বল। ১৩ ম্যাচে করেছেন ২২৭ রান সাথে নিয়েছেন ১১ উইকেট। ব্যাট হাতে খেলেছেন অসাধারণ কয়েকটি ইনিংস। আইপিএল ক্যারিয়ারে সাকিবের ২৮ ম্যাচে রান ৩৪৭ আর ৩৪ উইকেট। ২০১১ আসরে খেলেছিলেন ৭ ম্যাচ, পরের আসরে ৮ ম্যাচ আর সর্বশেষ ২০১৪ মরসুমে ১৩ ম্যাচ। তিনি দলে কতোটা গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন দিনে দিনে ম্যাচ সংখ্যা বৃদ্ধি তারই প্রমাণ।

Leave a comment