বাংলাদেশ-জাপান প্রীতি ম্যাচেও উত্তেজনার রেণু

স্টাফ রিপোর্টার: অলিম্পিকের বাছাইপর্বের লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় জাপান অনূর্ধ্ব-২১ দল। আর দেশের মাটিতে অতিথি দলের বিপক্ষে জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ জাতীয় দল। দু দলের এ অভিন্ন সংকল্প প্রীতি ম্যাচটিকে ঘিরে ভালোই উত্তাপ ছড়াচ্ছে।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-জাপান প্রীতি ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। আর ধারা-বিবরণী শোনা যাবে রেডিও ভূমিতে। গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে জাপান যুব দলের অধিনায়ক মাতসুবারা কেন তাদের জয়ের সংকল্পের কথা বলেন। ২০১৬ সালের অলিম্পিকের বাছাইপর্বের আগে প্রস্তুতি নিতেই এখানে এসেছি আমরা। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটো জানান, আগামী জানুয়ারির বঙ্গবন্ধু গোল্ডকাপের ভালো প্রস্তুতির জন্য দলকে জয়ের ধারাতেই রাখতে চান।

এটা আমাদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি নেয়ার সুযোগ। আমার বিশ্বাস, জাপানের বিপক্ষে এই ম্যাচের অভিজ্ঞতা ছেলেদের কাজে লাগবে। নিজেদের মাঠে জয় চান বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও

Leave a comment