মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী জঙ্গি সদস্যদের ছবি প্রকাশ করেছে পাকিস্তান তালেবান। ছবির সাথে প্রকাশিত বিবৃতিতে এ হামলাকে ‘ন্যায়সঙ্গত’ বলেও আখ্যা দিয়েছে তারা। পাকিস্তান সেনাবাহিনী তালেবান পরিবারের নিরপরাধ শিশুদের হত্যা করেছে তাই এ হামলা ন্যায়সঙ্গত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি নতুন করে আরো হামলার শপথের কথা জানিয়েছে। তিনি পাকিস্তানের জনসাধারণকে সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে দূরত্ব বজায় রাখতেও সতর্ক করেছেন। প্রকাশিত ছবিগুলোতে স্থানীয় একজন তালেবান নেতার সাথে হামলায় অংশগ্রহণকারীদের দেখা যাচ্ছে।
বিবৃতিতে ছবিগুলো পাকিস্তানের পাহাড়ি উপজাতি অঞ্চল থেকে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। আট ঘণ্টার হত্যাযজ্ঞের ছবি দেখে বিশ্ববাসী যখন স্তম্ভিত ও শোকাহত তখনই হামলাকারীদের ছবি প্রকাশ করল পাকিস্তান তালেবান