পাকিস্তানে নিহতদের স্মরণে ভারতে শোক

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় ১৪১ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে গতকাল বুধবার ভারতজুড়ে সব স্কুলে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য সব এমপিরাও ২ মিনিট নীরবতা পালন করেছেন বলে জানা গেছে। এর আগে গতরাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোনে শোকবার্তা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারকীয় ওই তালেবান হামলার নিন্দা জানিয়ে ভারতের সব স্কুলে ২ মিনিট নীরবতা পালনের আবেদনও জানান তিনি। তার এ আবেদনে সাড়া দিয়েই ভারতজুড়ে স্কুলের শিশুরা পাকিস্তানের নিহত শিশুদের সাথে একাত্মতা প্রকাশ করে বিশেষ প্রার্থনায় সামিল হয়ে শোক পালন করে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের বুলি আওড়ায় তারা। দিল্লির মডার্ন স্কুলে অনুষ্ঠিত হয় বিশেষ শোকসভা। দিল্লি থেকে পেশোয়ারের দূরত্ব মাত্র ৮শ কিলোমিটার। ফলে মুম্বাই ও ব্যাঙ্গালুরুর মতো অনেক ভারতীয় নগরীর তুলনায় দিল্লি পেশোয়ারের অনেক কাছে। এ কারণে ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে।

Leave a comment